মেক্সিকো সফররত চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ১১ মে মেক্সিকো সিটিতে মেক্সিকোর সিনেটের স্পীকার ফারনানদেজের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থজড়িত সমস্যা নিয়ে মতবিনিময় করেছে।
চিয়া ছিং লিন বলেছেন, দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ৩৩ বছরে দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান ও সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত এবং সাফল্যমন্ডিত হয়েছে। বর্তমানে দু'দেশের সম্পর্ক ইতিহাসের শ্রেষ্ঠ সময়পর্বে প্রবেশ করেছে। চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন মেক্সিকোর সংসদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করতে, মিলিতভাবে দু'দেশের সম্পর্ক উন্নয়ন ও দু'দেশের জনগণের মৈত্রী বাড়ানোর জন্য অবদান রাখতে ইচ্ছুক।
তিনি আরো বলেছেন, থাইওয়ান সমস্যা হচ্ছে চীনের গুরুত্বপূর্ণ স্বার্থ-সংশ্লিষ্ট মৌলিক সমস্যা। মেক্সিকো যে অব্যাহতভাবে একচীননীতিতে অবিচল থাকে, চীন পক্ষ তার উচ্চ প্রশংসা করে। চীন পক্ষ আশা করে যে, রাষ্ট্রের শান্তি ও একীকরণ বাস্তবায়নের প্রচেষ্টায় মেক্সিকো অব্যাহতভাবে চীনের সরকার ও জনগণকে সমর্থন করতে থাকবে।
ফেরনানদেজ বলেছেন, অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশের মতো মেক্সিকো চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দেয়। তিনি বলেছেন, মেক্সিকো অব্যাহতভাবে একচীন নীতিতে অবিচল থাকবে। মেক্সিকো মিলিতভাবে দু'দেশের রণনৈতিক অংশিদারী সম্পর্কে নতুন প্রাণশক্তি যুগিয়ে দেয়ার জন্য চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক।
বৈঠকের আগে ফারনানদেজের আমন্ত্রণে চিয়া ছিং লিন মেক্সিকোর সংসদের স্থায়ী কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন পরিদর্শন করেছেন।
|