চীনের রাষ্ট্রীয় সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিটির পরিচালক লি রোং রোং ১১ তারিখে ছোং ছিং-য়ে বলেছেন, চীনের রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠানের সংস্কারের সম্মুখীন কিছু গুরুত্বপূর্ণ ও কঠিন সমস্যা মোকাবেলায় বিরাট সাফল্য অর্জিত হয়েছে।
একই দিন আয়োজিত একটি সম্মেলনে মিঃ লি বলেছেন, বর্তমানে চীনের রাষ্ট্রীয় বৃহদাকার শিল্পপ্রতিষ্ঠানের সংস্কারে সক্রিয় অগ্রগতি অর্জিত হয়েছে। দেশবিদেশের শেয়ার বাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত্ব লিমিটেড কোম্পানি ১ হাজারের'ও বেশি, যা চীনের রাষ্ট্রীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি। রাষ্ট্রায়ত্ত্ব মাঝারি এবং ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানের মালিকানায় বহুমুখীকরণ হয়েছে এবং অর্থনৈতিক ফলপ্রসূতা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাঠামো স্পষ্টভাবে পরিবর্তিত হয়েছে; রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠানের বোঝাও কম হয়েছে।
|