চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক ওষুধ কোম্পানি, অর্থাত মার্ক কোম্পানি ১১ মে পেইচিংয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর ফলে চীনের সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সার্বিক এইডস প্রতিরোধ সহযোগিতা ক্ষেত্রে বৃহত্তম প্রকল্প শুরু করা যাবে।
মার্কিন মার্ক কোম্পানি এই ৫ বছরব্যাপী সহযোগিতা প্রকল্পে ৩ কোটি মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ করবে। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পের জন্যে লোকবল ও ব্যবস্থাপনা ইত্যাদি যোগান দেবে।
জানা গেছে, এই সহযোগিতা প্রকল্প হচ্ছে চীনের এইডস প্রতিরোধ কাজের একটি অংশ। প্রকল্পের বিষয়ের মধ্যে রয়েছে: রোগ সংক্রান্ত শিক্ষা, এইডস প্রতিরোধ, চিকিত্সা এবং এইডস রোগীকে সাহায্যদান ইত্যাদি।
চীনের উপস্বাস্থ্যমন্ত্রী ওয়াং লোং দে বলেছেন, বর্তমান হচ্ছে চীনে এইডস প্রতিরোধের গুরুত্বপূর্ণ সময়পর্ব। তাই সমাজের বিভিন্ন মহলের সমর্থন ও সহায্য খুব প্রয়োজনীয়।
|