সপ্তম পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তি পর্যালোচনা সম্মেলনে অংশগ্রহণকারী ১৮৭ টি স্বাক্ষরকারী দেশের প্রতিনিধিরা ১১ মে রাতে নিউইয়োর্কে জাতি সংঘের সদর দফতরে কর্মসূচী নিয়ে মতৈক্য অর্জন করেছেন।
কর্মসূচীর সমস্যা নিয়ে আপোস রফা হবার পর স্বাক্ষরকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা পূর্ণাঙ্গ অধিবেশনে আলাপ পরামর্শের মাধ্যমে মতৈক্য অর্জনের উপায়ে এই কর্মসূচী অনুমোদন করেছেন।
এই মাসের ২ তারিখে উদ্বোধন হওয়া সপ্তম পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তি পর্যালোচনা সম্মেলনে১১ তারিখে সাধারণ তর্কবিতর্ক শেষ হয়েছে। সাধারণ নীতি অনুযায়ী সম্মেলন উদ্বোধন হওয়ার পর সম্মেলনের পারমাণবিক নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তিসম্পদের ব্যবহার বিষয়ক ৩টি প্রধান কমিটির উচিত বাস্তবানুগ আলোচ্যবিষয় নিয়ে আলোচনা করা। কিন্তু সম্মেলনে যোগদানকারী স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিরা সম্মেলন উদ্বোধন হওয়ার আগে কর্মসূচীর সমস্যা নিয়ে দ্বিমত পোষণ করেন। তাই উল্লেখিত ৩টি কমিটি এ পর্যন্ত বাস্তবানুগ আলোচ্যবিষয় নিয়ে আলোচনা করে নি।
এবারকার পর্যালোচনা সম্মেলন ২৭ মে সমাপ্ত হবে।
|