১১ তারিখে লিবিয়ার নেতা গাদ্দাফি ঘোষণা করেছেন, এ মাসের মাঝামাঝি সময়ে মিসরে অনুষ্ঠিতব্য সুদানের দারফুর সমস্যার সংশ্লিষ্ট ৫টি আফ্রিকান দেশের শীর্ষ সম্মেলন লিবিয়ায় স্থানান্তরিত হয়ে অনুষ্ঠিত হবে।
সেদিন গাদ্দাফি দারফুরের সরকার বিরোধী সংস্থার নেতার সঙ্গে বৈঠক করার পর ঘোষণা করেছেন, এ মাসের ১৬ তারিখে লিবিয়া দারফুর সমস্যার সংশ্লিষ্ট ৫টি দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠান করবে, কিন্তু সম্মেলনের স্থান পরিবর্তনের কারণ তিনি স্পষ্টভাবে বলেন নি। সুদানের তথ্যমন্ত্রী সেদিন গণ মাধ্যমের কাছে বলেছেন, গাদ্দাফির অনুরোধে সম্মেলন স্থান পরিবর্তিত হয়েছে।
জাদ, মিসর, লিবিয়া, নাইজেরিয়া ও সুদানের নেতারা এ মাসের মধ্যকালে মিসরের পর্যটন শহর সারম এল-সেইখে দারফুর সমস্যা সংশ্লিষ্ট ৫টি আফ্রিকান দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠান করার কথা ছিল।
|