এপেকের শিল্পবানিজ্য পরামর্শ পরিষদের ২০০৫ সালের দ্বিতীয় সম্মেলন ১১ তারিখে পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । শতাধিক দেশী-বিদেশী শিল্পপতি , সরকারী কর্মকর্তা আর বিখ্যাত পন্ডিত চীনের জন্যে এপেকের সৃষ্ট সুযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন ।
সম্মেলনের উদ্যোক্তা চীনের আন্তর্জাতিক বানিজ্য উন্নয়ন সমিতি সূত্রে জানা গেছে , ১৯৯৬ সালে প্রতিষ্ঠিতএপেকের শিল্প-বানিজ্য পরামর্শ পরিষদ এপেকে শিল্প-বানিজ্য মহলের প্রতিনিধিত্বকারী এক স্থায়ী সংস্থা । এর প্রধান উদ্দেশ্য হল ,শিল্প ও বানিজ্য মহলের উন্নয়ন-পরিবেশের অনুকূল প্রস্তাব ও পরিকল্পনা পেশ করা এবং শিল্প-বানিজ্য মহলের পক্ষ থেকে এপেকের অর্থনৈতিক গোষ্ঠীর নেতাদের কাছে বার্ষিক পরামর্শ রিপোর্ট দেয়া।
|