১১তারিখে পেইচিংয়ে ইউরোপীয় ইউনিয়নের ত্রয়কা পররাষ্ট্রমন্ত্রীদেরসঙ্গে সাক্ষাত করার সময়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বলেছেন ,বর্তমানে বস্ত্রবযন বানিজ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের বিরোধ ও দ্বন্দ্ব বেড়ে যাওয়ার কারণ সার্বিকভাবে জানতে আর বিশ্লেষণ করতে হবে । বস্ত্রবয়ন বানিজ্যের বিরোধ ও দ্বন্দ্ব প্রশমিত করতে দুপক্ষের মিলিত প্রচেষ্টা ও সুষ্ঠু সমাধানপদ্ধতি খুঁজে বের করা দরকার ।
তিনি বলেছেন , চীন সরকার বস্ত্রবয়ন বানিজ্যের প্রতি ইউরোপীয় ইউনিয়নের মনোযোগ বুঝতে পারে । চীন বস্ত্রবয়ন শিল্প নিয়ন্ত্রন ও পরিচালনা জোরদার করার এবং চীনের বস্ত্র বানিজ্যের কাঠামোর পরিবর্তন ও বস্ত্রশিল্পের টেকসই উন্নয়নের জন্যে আরও কার্যকর ব্যবস্থা নেবে ।
ওয়েন চিয়াপাও জোর দিয়ে বলেছেন , চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত দুপক্ষের সার্বিক রনগত অংশিদারীত্বের সম্পর্ক রক্ষারদিকে তাকিয়ে সংলাপ ও সহযোগিতা জোরদার করা এবং সমতার ভিত্তিতে পরামর্শ করে সমস্যা সমাধান করার পদ্ধতি বের করে চীন-ইউরোপীয় ইউনিয়ন বানিজ্যিক সম্পর্ক রক্ষা করা ।
|