সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আলি ওসমান মোহাম্মদ তাহা দশ তারিখে আবারও ঘোষণা করেছেন , সুদান সরকার সুদানের পশ্চিমাংশের দার্ফুর অঞ্চলের সরকারবিরোধী সশস্ত্র শক্তির সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করতে ইচ্ছুক ।
তাহা ঐদিন দার্ফুর সমস্যা সংক্রান্ত এক সভায় বলেছেন , সুদান সরকার শান্তি আলোচনা আবার শুরু করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে । তিনি বলেছেন , দার্ফুর সংকটের রাজনৈতিক নিষ্পত্তি এবংএই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাস্তবায়নের জন্য সরকার অনেক প্রচেষ্টা চালিয়েছে ।
সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন , দার্ফুর সংকটের যথাশীঘ্র সমাধানের উপায় অন্বেষণের জন্য সুদান সরকার সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ বজায় রাখবে । জানা গেছে , সুদান সরকার ও দার্ফুরের সরকারবিরোধী সশস্ত্র শক্তির মধ্যে নতুন দফা শান্তি বৈঠক শীঘ্রই নাইজেরিয়ার রাজধানী আবিদজানে অনুষ্ঠিত হবে ।
দার্ফুর অঞ্চলে সংঘর্ষ শুরু হয় ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে । এপর্যন্ত এই সংঘর্ষে কয়েক লক্ষ লোক নিহত হয়েছে এবং ২০ লক্ষ লোক বাস্তুহারা হয়েছে ।
|