আফগানিস্তানের পূর্বাংশের নানগার্হার প্রদেশের জালালাবাদ শহরে ১১ তারিখে গুরুতর দাঙ্গা-হাঙ্গামা ঘটেছে । এতে এপর্যন্ত অন্তত: ৫০জন হতাহত হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন , গুয়ানতানামো জেলখানায় মার্কিন বাহিনীর "কোরান শরীফ" নিয়ে ঠাট্টা করার আচরণের প্রতিবাদে ঐদিন সকালে কয়েক হাজার স্থানীয় নিরীহ নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন । প্রতিবাদকারী জনতা ও শৃংখলা রক্ষাকারী সশস্ত্র পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে । জানা গেছে , সংঘর্ষে এপর্যন্ত অন্তত: দু'জন মারা গেছে এবং অন্য ৪৮জন আহত হয়েছে ।
মার্কিন "নিউজ উইক" পত্রিকার সাম্প্রতিকতম সংখ্যার খবরে প্রকাশ , "কোরান শরীফ" নিয়ে ঠাট্টা করা হচ্ছে গুয়ানতানামো জেলখানায় আটককৃত মুসলমান বন্দীদের শাস্তি দেয়ার জন্য মার্কিন বাহিনীর অবলম্বিত একটি উপায় । এই ঘটনা প্রকাশিত হওয়ার পরপরই আফগানিস্তানের মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয় ।
|