চীনের পররাষ্ট্রমন্ত্রী লি জাও শিং ১১ই মে কির্গিজস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুনবায়েভার সঙ্গে পেইচিংয়ে বৈঠককালে বলেছেন, তিনি আশা করেন দু'দেশ বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতা গভীরতর করবে, এবং জাতিসংঘ ও শাং-হাই সহযোগিতা সংস্থা ইত্যাদি বহুপাক্ষিক কাঠামোতে সহযোগিতা জোরদার করবে।
লি জাও শিং সক্রিয়ভাবে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অর্জিত সাফল্যের ইতিবাচক মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, চীন পক্ষ কির্গিজস্তানের সঙ্গে সম্পর্কের উপর বিশেষ গুরুত্ব দেয়। দু'পক্ষ অব্যাহত প্রয়াস চালিয়ে চীন-কির্গিজস্তান সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ প্রকাশ করেছেন।
ওতুনবায়েভা বলেছেন, কির্গিজস্তান সরকার আগের মতো ভবিষ্যতেও এক-চীন-নীতি অনুসরণ করবে, রাজনৈতিক, বাণিজ্যিক, যোগাযোগ, নিরাপত্তা ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা আরো সম্প্রসারিত করবে।
|