আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে চীনের গায়ক আদুর গাওয়া তিনি যে তোমার প্রেমে ডুবে আছে নামে এক টি গান উপহার দেবো । এই গানে একই ত্রিভূজ প্রেমের গল্প বর্ণিত হয়েছে । যখন গায়কের প্রেমিকা অন্যজনের সংগে প্রেম করেছেন , তখন গায়কের মন খুব বিষন্ন , কিন্তু তিনি তাঁর প্রেমিকার কাছে আন্তরিক শুভেচ্ছা জানান। ভালবাসার মানুষের সুখ চাওয়াটাই প্রকৃত ভালবাসা। কারণ, প্রেমিকের দৃষ্টিতে তাঁর সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ , আপনাদের ধারণা কি একই? আমি অবশ্য এটি জানি।
গানের কথা হলো:
আমি শ্যামপেনের বোতল হাতে গাড়িতে বসে থাকি,
তোমা র জন্মদিনে আমি তোমাকে চমক দিতে চাই ।
তবে আমি দেখি , তুমি তাঁর সাথে থাকো।
আমি দেখি, সে সময় তোমার মুখটি আরো মারাবী,
চুপচাপ আড়ালকে বেছে নেই। কারণ, আমি জানি, সে তোমায় আমার চেয়ে ভালবাসে।
আমি তাই হৃদয় দিয়ে তোমার সুখ চাই।
|