১০ তারিখে পেইচিং মহানগরের ভাইস-মেয়র চাং মাও পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন , "২০০৫ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের পেইচিং ফোরাম" ৩০শে মে থেকে পয়লা জুন পর্যন্ত পেইচিংয়ে আয়োজিত হবে ।
জানা গেছে, এই ফোরামের শিরোনাম " মানবজাতির সুষমতা ও উন্নয়ন" এতে একাধিক এক্যাডামিক আলোচনা, বক্তৃতা ইত্যাদি তত্পরতা আয়োজন করা হবে । এই ফোরামে বৃটিশ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থবিদ্যার অধ্যাপক রবা আ. মুনডেল্ল-সহ ৮ জন অর্থনীতি বিষয়ক নোবেলপুরস্কার বিজয়ী এবং ৫জন বিশ্ব বিখ্যাত অর্থনীতিবিদকে নিমন্ত্রণ করা হবে । তাঁরা " অর্থনীতির ভবিষ্যত আর পেইচিং অলিম্পিক গেম্স" নিয়ে এক্যাডেমিক বক্তৃতা করবেন ।
অর্থনীতিবিদরা পেইচিং সরকারের কর্মকর্তা আর সংশ্লিষ্ট অধ্যাপকদের সঙ্গে অলিম্পিক অর্থনীতি, শিক্ষা ও অর্থনীতির উন্নয়ন, মানব ও পুঁজি ইত্যাদি প্র্রশ্ন নিয়ে আলোচনা করবেন । তা ছাড়া, তাঁরা আলাদা আলাদাভাবে পিকিং বিশ্ববিদ্যালয়, ছিংহুয়া বিশ্ববিদ্যালয় গিয়ে বিদ্যাগত আদানপ্রদান করবেন ।
|