মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টম কাসি ১০ মে ওয়াশিংটনে সংবাদ মহলকে বলেছেন, যুক্তরাষ্ট্র উপযুক্ত সময়ে নিউইয়র্কে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরী যোগাযোগ করার কথা বিবেচনা করবে।
একই সঙ্গে কাসি জোর দিয়ে বলেছেন, নিউইয়র্কে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরী যোগাযোগ যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বৈঠকের উপায় নয়। এটা ছ'পক্ষীয় বৈঠকের পরিবর্তেভূমিকা পালন করতে পারে না। কাসি আরও বলেছেন, ছ'পক্ষীয় বৈঠকে উত্তর কোরিয়ার আবার অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে এবং আশা করে যে, নতুন দফা ছ'পক্ষীয় বৈঠকে গত ছ'পক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের উত্থাপিত কোরিয়া উপদ্বীপ পারমাণবিক সমস্যা সমাধানের প্রস্তাবের জবাব উত্তর কোরিয়া দিতে পারবে।
দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থা ১০ মে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা খ্রিস্টোফের হিল সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমকে সাক্ষাত্কার দেওয়ার সময়ে বলেছেন, উত্তর কোরিয়া একটি সার্বভৌম দেশ। বহু দেশের কাঠামোতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার কাছে নিরাপত্তা ব্যবস্থা যুগিয়ে দিতে ইচ্ছুক। তাছাড়া গত ছ'পক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের উত্থাপিত কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানের প্রস্তাব সংশোধন করতেও যুক্তরাষ্ট্র ইচ্ছুক।
|