চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ১০ তারিখে পেইচিংয়ে আবার ঘোষনা করেছেন যে , ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকারের সঙ্গে চীনের উপর যে অস্ত্র বিক্রয় নিষেধাজ্ঞাবাতিলের শর্ত জুড়ে দেয় চীন দৃঢতার সঙ্গে তার বিরোধিতা করে ।
তিনি বলেছেন , ইউরোপীয় ইউনিয়ন শীঘ্রই চীনের উপর আরোপিতঅস্ত্র বিক্রয় নিষেধাজ্ঞা বাতিল করবে বলে চীন দাবী জানায় । এটা চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের উন্নয়নের অনুকূল । তিনি আবার ঘোষনা করেছেন যে , সাম্প্রতিকবছরগুলোতে চীনের মানবাধিকার ব্রতে উল্লেখ্যযোগ্যসালফ্য অর্জিত হয়েছে , চীন পক্ষ অব্যাহতভাবে মানবাধিকার উন্নত করার প্রচেষ্টা চালাবে ।
|