চীন , ফ্রান্স ও বৃটেন যৌথভাবে দুন হুয়ান গুহায় সংরক্ষিত দলিলাদি প্রকাশ করবে ।
দুন হুয়ান পশ্চিম চীনের কানসু প্রদেশে অবস্থিত । চীনের অভ্যন্তরের দুন হুয়ান গুহা হচ্ছে এপর্যন্ত সংরক্ষিত চীনের বৃহত্তম গুহা । প্রত্নতত্ত্ববিদরা এখানে শুধু বিপুল সংখ্যক খোদিত দেওয়ালচিত্রই আবিষ্কার করেন নি , বরং বিপুল সংখ্যক প্রাচীন অক্ষরের দলিলও আবিষ্কার করেছেন । কিন্তু বর্তমানে এই সব প্রাচীন অক্ষরের দলিলের অধিকাংশই বিদেশে পাচার হয়েছে । এর মধ্যে বৃটেনের জাতীয় গ্রন্থাগার ও ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত , দুন হুয়ান গুহা থেকে পাওয়া দলিলাদি হচ্ছে বিদেশে পাচার হওয়া চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় প্রাচীন অক্ষরের দলিলাদি । এগুলোর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মূল্য আছে ।
চীন গত শতাব্দীর ৯০-এর দশকে বৃটেন , রাশিয়া ও ফ্রান্সে সংরক্ষিত , দুন হুয়ান গুহা থেকে পাওয়া হানভাষার দলিলাদি সংকলন ও প্রকাশ করতে শুরু করে । এপর্যন্ত প্রধান প্রধান হান অক্ষরের দলিলের প্রকাশ সম্পন্ন হয়েছে । এবারকার দুন হুয়ান গুহায় সংরক্ষিত দলিলাদি প্রকাশের কাজ দুই থেকে তিন বছরের মধ্যে সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে ।
|