চীন ১০ মে থেকে জাপান , যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে উত্পাদিত ক্লোরোপ্রিন রাবার আমদানির উপর ডাম্পিংবিরোধী কর আদায় শুরু করবে ।
চীনের ব্যবসা মন্ত্রণালয় একই দিন এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট তদন্তের চূড়ান্ত রায় প্রকাশের সময়ে এই খবর দিয়েছেন । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , জাপান , যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে উত্পাদিত ক্লোরোপ্রিন রাবার আমদানির ক্ষেত্রে ডাম্পিংয়ের আচরণ বিদ্যমান । তা চীনের আনুষংগিক শিল্পের বাস্তব ক্ষতি করেছে এবং ডাম্পিং ও বাস্তব ক্ষতির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে । ব্যবসা মন্ত্রণালয় এই দিন থেকে জাপান , যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে উত্পাদিত ক্লোরোপ্রিন রাবার আমদানির উপর পাঁচ বছর মেয়াদী এবং সর্বোচ্চ ১৫১ শতাংশ হারের ডাম্পিংবিরোধী কর আদায় করবে ।
|