জাপানের ক্যাবিনেট সচিবালয়ের প্রধান হিরোইউকি হোসোদা ১০ মে সকালে এক তথ্যজ্ঞাপন সভায় বলেছেন , লন্ডনস্থ জাপানের কন্সুলেট জেনারেল সূত্রে জানা গেছে , ব্রিটিশ গ্যারিসন কোম্পানিতে কর্মরত একজন জাপানী উপদেষ্টা ইরাকের পশ্চিমাংশে ইরাকী সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলার শিকার হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন ।
হোসোদা বলেছেন , ব্রিটিশ গ্যারিসন কোম্পানির লন্ডন শাখার রিপোর্ট অনুসারে নিখোঁজ এই জাপানীর নাম আকিহিকো সাইতো । ব্রিটিশ গ্যারিসন কোম্পানি হচ্ছে বিশেষভাবে ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীকে গ্যারিসন সাহায্য দানকারী একটি কোম্পানি ।
ইরাকের সশস্ত্র সংগঠন "আনসার আল-সুন্না আর্মী ৯ মে ইন্টারনেটে প্রকাশিত এ বিবৃতিতে বলেছে , তারা ৮ মে সন্ধ্যায় ইরাকের পশ্চিমাংশে এটি বিদেশী যানবহরের উপর ওত্পাতা আক্রমণ চালিয়েছে এবং পণবন্দী হিসেবে একজন জাপানীকে আটক করেছে ।
|