৯ তারিখে একদিন ব্যাপী দক্ষিণ আমেরিকা -আরব পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় সমাপ্ত হয়েছে ।
দক্ষিণ আমেরিকার ১২টি দেশ এবং ২২টি আরব দেশের মোট ৩৪জন পররাষ্ট্রমন্ত্রীরা এবারকার সম্মেলনে অংশগ্রহণ করেছেন । তাঁরা শীর্ষ সম্মেলনের কাছে দাখিল করার জন্য "ব্রাজিলিয়া ঘোষণা" পর্যালোচনা করেছেন এবং ১০ তারিখে অনুষ্ঠিতব্য প্রথম দক্ষিণ আমেরিকা-আরব শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয়ে এক মত হয়েছে ।
পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের স্বাগতিক দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সেলসো আমোরিম সম্মেলন শেষ হবার পর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে স্পষ্টভাবে নানা ধরণের সন্ত্রাসবাদ নিন্দা করা হবে ,এর সঙ্গে সঙ্গে বিদেশের দখল প্রতিরোধ করার ক্ষমতা বিভিন্ন দেশগুলোর আছে বলেও গুরুত্ব আরোপ করা হবে ।তিনি আরো বলেছেন, শীর্ষ সম্মেলন শেষ হবার পর সংশ্লিষ্ট সংস্থা গঠন করা হবে , যা শীর্ষ সম্মেলনের সকল সিদ্ধান্ত কার্যকরী করার দায়িত্ব পালন করবে ।
|