v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-10 12:46:38    
চীনের বিখ্যাত পন্ডিত ছি কং

cri
    গত বছরের ২৬শে জুলাই চীনের বিখ্যাত পন্ডিত ছি কংয়ের ৯২ জন্মবার্ষিকী । সেদিন পেইচিংয়ের পেইচিং শিক্ষক প্রশিক্ষন বিশ্ববিদ্যালয় তার জন্য বিরাটাকারের অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করেছে , সমাজের বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিরাও অভিনন্দন জানানোর জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

    ছি কং চীনের শেষ রাজবংশ—ছিং রাজবংশের রাজপরিবারের বংশধরের ছেলে , তার নামের উপাধি আইসিনচুয়েলো , এটা ছিং রাজবংশের রাজাদের উপাধি , তার পূর্ব পুরুষ হচ্ছেন ছিং রাজবংশের পঞ্চম রাজা ইয়োনচেনের পঞ্চম ছেলে । কিন্তু তার পূর্ব পুরুষের বংশধররা ধীরে ধীরে রাজপরিবার থেকে বিছিন্ন হয় । ছি কংয়ের জন্মের সময় চীন সামন্ততান্ত্রিক দেশ থেকে গণতান্ত্রিক দেশে রূপান্তরিক হচ্ছিল , সমাজ বিশৃঙ্খল ছিল । যদিও ছি কং রাজপরিবারের ছেলে , তবে তখন রাজকীয় শাসন ধ্বংসের পথে বলে রাজপরিবার আর তাকে রক্ষা করতে পারে না । ছি কংয়ের বয়স যখন এক বছর , তার বাবার মৃত্যু হয় , তিনি দাদার দেখাশোনায় বড় হয়েছেন । তার দাদা চীনের ঐতিহ্যিক হস্তলিপিও চিত্রশিল্প পছন্দ করেন , ছি কংও দাদার প্রভাবে কলম হাতে নিতে অনুকরণ করতেন । পরে দাদা তার জন্য চিত্রশিল্প ও হস্তলিপির শিক্ষক নিয়োগ করেন , পড়াশুনার ক্ষেত্রে ছি কংয়ের চেষ্টার কোনো ত্রুটি নেই বলে পনেরো-ষোলো বছর থেকেই ছি কংয়ের হস্তলিপি ও আঁকা ছবি সমাজে সুনাম পেতে শুরু করে ।

    ১৯৩৩ সালে ২১ বছর বয়সি ছি কং বিখ্যাত ইতিহাসবিদ ছেন হুয়ানের কাছ থেকে চীনের সাহিত্যের ইতিহাস , চীনের চিত্রশিল্পের ইতিহাস , চীনের বিভিন্ন রাজবংশের প্রবন্ধ ও কবিতা সংগ্রহ শিক্ষা ও গবেষনা করতে শুরু করেন । ধীরে ধীরে বিদ্যাগত গবেষনা হস্তলিপি ও ছবি আঁকার স্থলাভিষিক্ত হয়ে ছি কংয়ের প্রধান কাজে পরিণত হয়েছে ।

    তার ৯২ নব্বই বছর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ছি কং হুইচেয়ারে বসে আগে আগেই পেইচিং শিক্ষক প্রশিক্ষন বিশ্ববিদ্যালয়ের ইং তুং সভাকক্ষে পৌছেন , অনুষ্ঠানে তিনি তার ছাত্র, সহকর্মী ও সাংস্কৃতিক মহলের গণ্যমাণ্য ব্যক্তির অভিনন্দন ও আশির্বাদ গ্রহন করেন । প্রচুর সুন্দর সুন্দর ফূলের তোড়া ও ফুলের ঝুলি ছাড়া ছি কং তার ছাত্রদের উপহার দেয়া একটি খেলনা ভল্লুকও পেয়েছেন , এই খেলনা ভল্লুক পেয়ে ছি কং বাচ্চার মতো হেসেছেন , তার ছাত্ররা বলেছেন , তাদের এই প্রবীন শিক্ষক এখনো বাচ্চার মতো খেলনা খুব পছন্দ করেন । চীনের একজন বিখ্যাত পন্ডিত হিসেবে ছি কং সমাজের বিভিন্ন মহলের ব্যক্তির ব্যাপক প্রশংসা জয় করেছেন । চীনের বিখ্যাত চিত্রশিল্পী হুয়ান মিয়াও চি বলেছেন , গবেষনা ক্ষেত্রে ছি কংয়ের অর্জিত সাফল্য সর্বজন স্বীকৃত । ছি কং চীনের একজন প্রাচীন পুথিপত্র গবেষক , ঐতিহাসিক , সুরকার ও বিখ্যাত হস্তলিপি ও চিত্রশিল্প কর্ম যাচাই বিশেষজ্ঞ , তা ছাড়া ছি কং দীর্ঘকাল শিক্ষকতার কাজ করেছেন , তিনি চীনের একজন আদর্শ শিক্ষাবিদ ।

    যদিও ছি কংয়ের পরিচয় কার্ডে চীনের কেন্দ্রীয় পুরাকীর্তি ও ঐতিহাসিক তথ্য কেন্দ্রের প্রধান ও চীনের হস্তলিপি সমিতির অবৈতনিক চেয়ারম্যানসহ অনেক পদ আছে , তবে ছি কং এগুলোর মধ্যে শিক্ষকতার কাজকে সবচেয়ে বেশী গুরুত্ব দেন । তিনি বলেছেন , ছবি আঁকা ও হস্তলিপি চর্চা তার আনুষঙ্গিক কর্মমাত্র । ৭০বছর দীর্ঘ শিক্ষকতার প্রক্রিয়ায় ছি কং চীনের প্রাচীন সাহিত্যের বিষয় পড়ানো ও গবেষনা ক্ষেত্রে লক্ষনীয় সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য অনেক প্রাচীন সাহিত্য বিষয়ের শিক্ষক ও গবেষনা কর্মী প্রশিক্ষন করেছেন । পেইচিং শিক্ষক প্রশিক্ষন বিশ্ববিদ্যালয়ে ছি কংয়ের সহস্তে লেখা একটি অভিলেখন একটি বড় পাথরের উপর খোদাই করা হয়েছে , এই অভিলেখনে বলা হয়েছে , ' ছাত্রদের আদর্শ শিক্ষক হও , চালচরণ ছাত্রদের দৃষ্টান্ত হও । ' পেইচিং শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে দাড়ানো এই অভিলেখন সম্বলিত বড় পাথর ঠিক ছি কংয়ের জীবনের সারসংকলন ।

    গত শতাব্দীর আশির দশকের প্রথম দিকে ছি কংয়ের হস্তলিপি ও চিত্রকর্মের সংগ্রহ ও কবিতার সংগ্রহগুলো প্রকাশিত হয় এবং ব্যাপক পাঠকের সমাদর ও প্রশংসা পেয়েছে । সাম্প্রতিক বছরগুলোতে ছি কংয়ের চিত্রকর্ম ও হস্তলিপির প্রদর্শনী জাপান , সিংগাপুর ও দক্ষিন কোরিয়ায় প্রদর্শীত হয় । চীনের বিখ্যাত পুরার্কীতি যাচাই বিশেষজ্ঞ ফু সি নিয়েন ছি কংয়ের ঘনিষ্ঠ বন্ধু । তিনি বলেছেন , ছি কংয়ের সংগে আমি ও আমার পরিবার- পরিজনের চার পুরুষের বন্ধুত্ব আছে , গত অর্ধ শতাব্দী ধরে আমি তাকে বাবার মতো সম্মান করি । ছি কং প্রাচীন ভাষা তত্ব , ইতিহাস , বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো , প্রাচীন সাহিত্য , দর্শন , ধর্ম প্রভৃতি ক্ষেত্রে গবেষনা করেছেন , তা ছাড়া বিভিন্ন রাজবংশের নিয়মবিধি , রীতিনীতি , অপেরা ও উপন্যাস সম্পর্কেও তিনি পরিচিত ।

    বয়স বেশী হলেও ছি কং নিশ্চিন্তে বিশ্রাম করতে পারেন না । চীনের সংস্কৃতি মন্ত্রনালয় ও জাতীয় পুরাকীর্তির ব্যুরোর অনুরোধে ছি কং অন্য কয়েকজন বিশেষজ্ঞের সংগে দেশের বিভিন্ন জায়গার যাদুঘরগুলোতে সংরক্ষিত মুল্যবান চিত্রকর্ম ও হস্তলিপি যাচাই করেছেন , তাদের প্রয়াসের কল্যানে প্রাচীনকালের প্রচুর মূল্যবাণ পুরাকীর্তি জাতীয় পুরাকীর্তি ভান্ডারে স্থান পেল ।

    ছি কং এক বিনয়ী ব্যক্তি , তিনি কখনো খ্যাতি ও লাভের জন্য কাজ করেন না । কিন্তু সরকার আর তার ছাত্ররা তার গবেষনার ফল জাতির সম্পদে পরিণত করার জন্য অনেক প্রচেষ্টা করেছেন । তার ৯২ বছর জন্মবার্ষিকী উপলক্ষে ছি কংয়ের আত্মজীবনীসহ তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে । এই সব বই ছি কংয়ের মৌখিক বর্ণনা অনুসারে সংকলন করা হয়েছে । বই প্রকাশের খবর পেয়ে ছি কং আনন্দের সংগে বলেছেন , আমার পাঁচটি বই প্রকাশের খবর পেয়ে আমি এতো খুশি হয়েছি যে ভায়ায় প্রকাশ করতে পারছি না । আমার বয়স বেশী হয়েছে , আমার দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তি দুর্বল , আপনাদের অনুপ্রেরনা আমি ভালো করে মনে রাখবো । বয়স বেশী হলেও যতদিন বেঁচে থাকবো , ততদিন আমি দেশের জন্য অবদান রাখার প্রচেষ্টা করবো ।