মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টম কাসি ৯মে ওয়াশিংটনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোতে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরী বৈঠক করতে ইচ্ছুক।
কাসি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যার সামাধানের জন্য ছ'পক্ষীয় বৈঠক ত্বরান্বিত করে এবং ছ'পক্ষীয় বৈঠক পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রচেষ্টাকে সমর্থন করে।
একই দিন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস সি.এন.এন'কে সাক্ষাত্কার দেওয়ার সময়ে বলেছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে বলপ্রয়োগ করতে চায় না, যুদ্ধ করতে চায় না। তিনি বলেছেন, যদি উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসে এবং নিজের পারমাণবিক অস্ত্র পরিকল্পনা বর্জন করে, তাহলে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট শর্তে উত্তর কোরিয়ার কাছে নিরাপত্তা ব্যবস্থা যুগিয়ে দিতে ইচ্ছুক।
|