৯ তারিখে মালয়েশিয়ায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ আন্দোলনের নারী সমস্যার মন্ত্রী পর্যায় সম্মেলনে জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান জোর দিয়ে বলেছেন, নারীকে আরো বেশি অধিকার দেয়া নারীর অধিকার নিশ্চয়তা ব্রত উন্নয়নের কার্যকর উপায়।
কোফি আন্নান বলেছেন, ১৯৯৫ সালে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে তত্পরতা ঘোষণা গৃহীত হওয়ার পর দশ বছরে, বিশ্ব নারীর অধিকার নিশ্চয়তা ব্রতের উন্নয়নে লক্ষনীয় সাফল্য অর্জিত হয়েছে, নারী শুধু যে নিজের বৈধ অধিকার জেনেছেন, তা নয়, উপরন্তু নিজের অধিকার কার্যকরী করতে পারেন।
কোফি আন্নান আরো বলেছেন, নারীর অধিকার নিশ্চয়তা ব্রত উদ্বেগজনক চ্যালেন্জের সম্মুখীন। আন্তর্জাতিক সমাজের উচিত দীর্ঘকাল ধরে নারী সম্পর্কে কুসংস্কার বা বদ্ধমূল ধারণা পরিবর্তন করা, এটা নারীর মর্যাদা উন্নতির কার্যকর উপায়।
|