৯ তারিখে দক্ষিণ আমেরিকা-আরব পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় উদ্বোধন হয়েছে । সম্মেলনে রাজনৈতিক,অর্থনৈতিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে দু'টি অঞ্চলের সহযোগিতা জোরদার প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং প্রথম পর্যায়ের দক্ষিণ আমেরিকা-আরব শীর্ষ সম্মেলনের জন্যে প্রস্তুতি নেয়া হবে ।
দক্ষিণ আমেরিকার ১২টি দেশের প্রতিনিধি হিসেবে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সেলসো আমোরিম উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , দক্ষিণ আমেরিকা-আরব শীর্ষ সম্মেলন ২০০৩ সালের ডিসেম্বর মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উত্থাপিত প্রস্তাব অনুযায়ী আয়োজিত হবে । এবারকার শীর্ষ সম্মেলন হবে একটি ঐতিহাসিক ক্ষণ , তা একটি শান্তি , ন্যায়বিচার ও গণতান্ত্রিক বিশ্ব সৃষ্টি করার অনূকুল ।
২২টি আরব দেশের প্রতিনিধি হিসেবে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীআবদেল-আজিজ বেলখাদেম ভাষণ দেয়ার সময়ে আশা করেন যে, এবারকার সম্মেলনে আরব ও দক্ষিণ আমেরিকান দেশগুলোর মধ্যে যোগাযোগ আরো জোরদার করা হবে এবং দু'টি অঞ্চলের সহযোগিতা ত্বরান্বিত করা হবে ।
|