
ভারতের সরকারী সূত্রে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ৯ তারিখ পর্যন্ত ভারতে মোট ১৯৯জন লোক মেনিন জাইটিস রোগ আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ৯ তারিখে ২৫ জন নতুন চিহ্নিত রোগীর মধ্যে ১৩জন নয়া দিল্লীর শহর থেকে এসেছেন, ৩জন নয়া দিল্লীর অন্য অঞ্চল থেকে এসেছেন, ১জন রাজাস্থান রাজ্য থেকে এসেছেন, ৮জন ভারতের উত্তর অঞ্চলের কয়েকটি রাজ্য থেকে এসেছেন। মেনিন জাইটিস বর্তমান ভারতের উত্তর অঞ্চলে সম্প্রসারিত হচ্ছে।


২২শে এপ্রিল প্রথম মেনিন জাইটিস রোগী আবিষ্কৃত হওয়ার পর থেকে, ২০ বছরে ভারতের এবারকার সর্ববড় মেনিন জাইটিস প্রকোপের ঘটনায় ১৫জন লোক মারা গেছেন। তবে বিগত , তিন দিনে কোনো রোগীই মারা যায় নি, এবং ৪৭ জন রোগী সেরে উঠে হাসপাতাল ত্যাগ করেছেন।
|