সদ্য-সমাপ্ত সপ্তাহব্যাপী মে দিবসের ছুটি চলাকালে উত্তর চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের স্ব-জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন দর্শনীয় স্থানগুলো পর্যটকদের আকর্ষন করেছে ।
অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর উপপরিচালক মা ইয়ুংসেন বলেছেন , এবছরে অন্তর্মঙ্গোলিয়া বিশেষভাবে তৃণভূমি পর্যটন, জাতীয় সংস্কৃতি পর্যটন প্রভৃতি জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন পর্যটনজোরদার করবে , পর্যটনের আয় গতবছরের চেয়ে ৩০ শতাংশ বাড়িয়ে ১৮০০ কোটি রেনমিনপি অর্জন করার প্রচেষ্টা চালাবে এবং পর্যটনকে অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নয়নের এক নতুন প্রকল্পে পরিনত করার প্রয়াস নেবে ।
|