চীনের ছিংহাই-তিব্বত রেলপথের সর্বশেষ অতি বিরাট পরিবেশ রক্ষা সেতুতে রেলপথ বসানোর কাজ ৮তারিখে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে ।
সেতুটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা শহরের তাংস্যুং জেলায় অবস্থিত । মোট ১৫০০ মিটার দীর্ঘসেতুটি তাংস্যুংতৃণভূমির জলাভূমি অতিক্রম করে , রাস্তার বদলে সেতুটির নির্মান খুব ভালভাবে এখানকার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করেছে ।
ছিংহাই-তিব্বত রেলপথ উত্তর-পশ্চিম চীনে অবস্থিত । রেলপথটি ছিংহাই প্রদেশের রাজধানী সিনিং আর তিব্বতের রাজধানী লাসাকে সংযুক্তকারী এক রেলপথ,রেলপথটি বিশ্বের উচ্চতম ও দীর্ঘতমমালভূমি রেলপথ ।যে অঞ্চলে রেলপথটি অবস্থিত , অর্থাতছিংহাই-তিব্বত মালভূমি চীনের এমন একটি অঞ্চল যেখানকার প্রাকৃতিক পরিবেশ রক্ষার পরিস্থিতি অতি দুর্বল । রেলপথটির দুপাশের পরিবেশ রক্ষা করার জন্যে প্রায়২০০ কোটি রেনমিনপি বিনিয়োগ করা হয়েছে । বন্য পশু অন্য জায়গায় স্থানান্তরিতকরার জন্যে রেলপথটি বিশেষভাবে ৩০টি পথ খুলেছে ।
|