এ বছরে চীনের ছাংচিয়াং অর্থাত ইয়াংসি নদীর তিনগিরিখাত বিদ্যুত উত্পাদন কেন্দ্রে বসানো প্রথম৭ লক্ষ কিলোওয়াট জেনারেটিং সেট সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিদ্যুত উত্পাদন শুরু করেছে । এ নিয়ে তিনগিরিখাত বিদ্যুত উত্পাদন কেন্দ্রেরমোট বিদ্যুত উত্পাদন ক্ষমতা ৮৪ লক্ষ কিলোওয়াটে দাঁড়াবে ।
জানা গেছে , নতুন জেনারেটিং সেটের বিদ্যুত উত্পাদনের সঙ্গে সং্গে ২০০৫ সালে তিন গিরিখাত বিদ্যুত উত্পাদন কেন্দ্রের বিদ্যুতউত্পাদন ৪৭০০ কোটি কিলোওয়াট ঘন্টা ছাড়িয়ে যাবে ।
১৯৯৪ সালে শুরু হওয়া তিনগিরিখাত প্রকল্প চীনের বৃহত্তম জল -সংরক্ষন প্রকল্প । সম্প্রতি প্রকল্পটিকে বিদ্যুত উত্পাদন শুরু হয়েছে ।
|