জোটনিরপেক্ষ আন্দোলন, ন্যাম-এর বর্তমান চেয়ারম্যান , মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাভি ৯ তারিখে বিভিন্ন সদস্যদেশের উদ্দেশ্যে আইন প্রয়োগ করে অর্থনীতি, সমাজ আর সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে নারী-পুরুষ সমতা নিশ্চিত করার আহবান জানিয়েছেন ।
মালয়েশিয়ার পুত্রাজায়া শহরে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ আন্দোলনের নারী উন্নয়ন সংক্রান্ত মন্ত্রীপর্যায়ের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাদাভি বলেছেন , রাজনৈতিক বিষয়ে নারীদের অংশ গ্রহন নিশ্চত করা আর নারীপুরুষ সমতা বাস্তবায়ন করতে হলে নারীদের প্রতি গোটা সমাজের অবহেলার দৃষ্টিভংগী বদলাতে হবে । তিনি বলেছেন , নারীদের অধিকার রক্ষা আর এর প্রতি সম্মান প্রদর্শনকরলেই কেবল মানবজাতি সমতা , শান্তি ও উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করতে পারে ।
জোটনিরপেক্ষ আন্দোলন এ প্রথমবার নারী উন্নয়ন সম্পর্কে মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত করছে । প্রায় ৮০টি সদস্যদেশের নারী বিষয়ক মন্ত্রী বা প্রতিনিধিরা দুদিনব্যাপী সম্মেলনে অংশ নিচ্ছেন ।
|