ছিনমিন পার্টির চেয়ারম্যান সুং ছু ইউ ৫৬ বছর বিদায়ের পর ৯ তারিখ বিকেলে তাঁর মাতৃসদন সিয়াংথান শহরের সু কুয়াং স্কুলে প্রত্যাবর্তন করেছেন । এর আগে সুং ছু ইউ মূলভূভাগের আত্মীয়স্বজনদের সঙ্গেও সাক্ষাত্ করেছেন ।
৯ তারিখ বিকেলে সুং ছু ইউ মাতৃসদন সু কুয়াং স্কুলে আসার সময়ে স্কুলের গেটে সকাল সকাল স্বতস্ফূর্তভাবে দাঁড়িয়েছিলেন খবর পেয়ে আসা সিয়াংথান শহরের প্রায় দশ হাজার নাগরিক । জনতা রাস্তার ধারে দাঁড়িয়ে করতালি দেন ও হর্ষধ্বনি তোলেন । সুং ছু ইউ ও তাঁর স্ত্রী হাত নেড়ে নেড়ে গ্রামবাসীদের অভ্যার্থনার উত্তর দেন । আন্তরিকভাবে সুং ছু ইউ'র আগমন স্বাগত জানানোর জন্য স্কুলের মাঠে "মাতৃসদনে প্রত্যাবর্তন স্বাগত জানাই" , "মাঝে মাঝে মাতৃসদন দেখতে আসুন" , "মাতৃসদন আপনার মঙ্গল কামনা করে" ইত্যাদি প্লেকার্ড টাঙ্গানো ছিলো ।
সুং ছু ইউ মাতৃসদনের মাঠে দাঁড়িয়ে ভাষণ দেয়ার সময়ে বলেছেন , মাতৃসদনে ফিরে আসতে পেরে আমি খুব আনন্দিত । তখন এখানেই আমি উত্তম প্রাথমিক শিক্ষা পাই , যার ফলে আমি বুঝতে পেরেছি , আমি শুধু একজন হোনানীই নই , একজন হৃদয়গ্রাহী চীনাও বটে ।
৯ তারিখ দুপুরে সিয়াংথান শহরে মূলভূভাগের আত্মীয়স্বজনদের সঙ্গে সুং ছু ইউ ও তাঁ পরিবার-পরিজনদের সাক্ষাত্ হয় । ৫৬ বছর বিচ্ছেদের পর আত্মীয়স্বজনদের হঠাত্ একদিন সাক্ষাত্ হওয়ার ফলে অকুস্থলেই অনেকে চোখের পানি ফেলেছেন । ঐদিন সকালে সুং ছু ইউ পরিবার-পরিজনদের নিয়ে সিয়াংথান শহরে তাঁর পূর্বপুরুষদের সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন । ১৯৪৯ সালের পর তিনি এই প্রথম পরিবার-পরিজনদের নিয়ে পূর্বপুরুষদের সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন ।
|