v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-09 19:44:09    
সুং ছু ইউ'র সিয়াংথানের মাতৃসদনে প্রত্যাবর্তন ও মূলভূভাগের আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাত

cri
    ছিনমিন পার্টির চেয়ারম্যান সুং ছু ইউ ৫৬ বছর বিদায়ের পর ৯ তারিখ বিকেলে তাঁর মাতৃসদন সিয়াংথান শহরের সু কুয়াং স্কুলে প্রত্যাবর্তন করেছেন । এর আগে সুং ছু ইউ মূলভূভাগের আত্মীয়স্বজনদের সঙ্গেও সাক্ষাত্ করেছেন ।

    ৯ তারিখ বিকেলে সুং ছু ইউ মাতৃসদন সু কুয়াং স্কুলে আসার সময়ে স্কুলের গেটে সকাল সকাল স্বতস্ফূর্তভাবে দাঁড়িয়েছিলেন খবর পেয়ে আসা সিয়াংথান শহরের প্রায় দশ হাজার নাগরিক । জনতা রাস্তার ধারে দাঁড়িয়ে করতালি দেন ও হর্ষধ্বনি তোলেন । সুং ছু ইউ ও তাঁর স্ত্রী হাত নেড়ে নেড়ে গ্রামবাসীদের অভ্যার্থনার উত্তর দেন । আন্তরিকভাবে সুং ছু ইউ'র আগমন স্বাগত জানানোর জন্য স্কুলের মাঠে "মাতৃসদনে প্রত্যাবর্তন স্বাগত জানাই" , "মাঝে মাঝে মাতৃসদন দেখতে আসুন" , "মাতৃসদন আপনার মঙ্গল কামনা করে" ইত্যাদি প্লেকার্ড টাঙ্গানো ছিলো ।

    সুং ছু ইউ মাতৃসদনের মাঠে দাঁড়িয়ে ভাষণ দেয়ার সময়ে বলেছেন , মাতৃসদনে ফিরে আসতে পেরে আমি খুব আনন্দিত । তখন এখানেই আমি উত্তম প্রাথমিক শিক্ষা পাই , যার ফলে আমি বুঝতে পেরেছি , আমি শুধু একজন হোনানীই নই , একজন হৃদয়গ্রাহী চীনাও বটে ।

    ৯ তারিখ দুপুরে সিয়াংথান শহরে মূলভূভাগের আত্মীয়স্বজনদের সঙ্গে সুং ছু ইউ ও তাঁ পরিবার-পরিজনদের সাক্ষাত্ হয় । ৫৬ বছর বিচ্ছেদের পর আত্মীয়স্বজনদের হঠাত্ একদিন সাক্ষাত্ হওয়ার ফলে অকুস্থলেই অনেকে চোখের পানি ফেলেছেন । ঐদিন সকালে সুং ছু ইউ পরিবার-পরিজনদের নিয়ে সিয়াংথান শহরে তাঁর পূর্বপুরুষদের সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন । ১৯৪৯ সালের পর তিনি এই প্রথম পরিবার-পরিজনদের নিয়ে পূর্বপুরুষদের সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন ।