সম্প্রতি চীনের অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , এবছর চীনের কেন্দ্রীয় সরকার কৃষির সার্বিক উন্নয়নখাতে প্রায় দশ বিলিয়ন ইউয়ান রেনমিনপি অর্থবরাদ্দের ব্যবস্থা নিয়েছে ।
জানা গেছে , এবছর কৃষির সার্বিক উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত আছে : প্রায় ২০ লক্ষ হেক্টর মাঝারি ও নিম্ন উত্পাদনশীল জমি সংস্কার করা আর খাদ্য উত্পাদন ক্ষমতা ৩ বিলিয়ন কে.জি.র উপরে উন্নীত করা , কৃষি জমির সেচ ব্যবস্থা আরও পূর্ণাংগ করে তোলা , কৃষির শিল্পায়নে সক্রিয়ভাবে সহায়তা দেয়া ইত্যাদি ।
চীন ১৯৮৮ সালে কৃষির সার্বিক উন্নয়ন শুরু করে । এর প্রধান কর্তব্য হলো মাঝারি ও নিম্ন উত্পাদনক্ষম জমি সংস্কার করা , কৃষি উত্পাদনের মৌলিক শর্তগুলো উন্নত করা এবং কৃষির সার্বিক উত্পাদন ক্ষমতা বাড়ানো । কৃষির সার্বিক উন্নয়ন চীনের প্রধান প্রধান কৃষিজাত পণ্যের মোট উত্পাদন পরিমাণের ভারসাম্য বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।
|