সম্প্রতি চীনের জলসেচ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কৃষকদের বিপুলহারে জালানীকাঠ ব্যবহার কমানোর জন্য চীন বিপুলসংখ্যক ছোট পল্লী জলবিদ্যুত প্রকল্প উন্নয়ন করবে।
জানা গেছে, বর্তমানে চীনে প্রায় ০.২ বিলিয়ন গ্রামীণ নাগরিক রান্নাবান্না ও তাপায়নের জন্যে জালানীকাঠ বা খড়-কুটো ব্যবহার করেন। বিপুলহারে বৃক্ষ নিধন এবং জালানীকাঠ ব্যবহার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়ার অন্যতম প্রধান কারণ। ছোট পল্লী জলবিদ্যুত পরিষ্কার ও পুনঃব্যবহার্য শক্তিসম্পদ হিসেবে নদীর প্রাকৃতিক পরিবেশে প্রভাব ফেলে না। এটি গ্রীনহাউসের বিষাক্ত গ্যাস নিঃসরণ কমাতে পারে।
জানা গেছে, বর্তমানে চীন গ্রামাঞ্চলে ইতিমধ্যেই ৪০ হাজারেরও বেশী ছোট জলবিদ্যুত প্রকল্প স্থাপন করেছে। ছোট জলবিদ্যুত ইতিমধ্যেই ০.৫ বিলিয়ন গ্রামীণ নাগরিকের বিদ্যুতের চাহিদা মিটিয়েছে। তা সত্ত্বেও চীনের গ্রামাঞ্চলে ছোট জলবিদ্যুত উন্নয়নের মাত্রা খুব নিচু, অর্থাত ব্যবহারযোগ্য শক্তিসম্পদের ২৮ শতাংশ মাত্র।
|