৮ তারিখ বিকেলে মস্কোয় পৌঁছে রাশিয়ার মহান দেশরক্ষাযুদ্ধের বিজয়ের ৬০তম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণকারী চীনের প্রেসিডেন্ট হু চিন থাও আলাদা আলাদাভাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন এবং তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সাপার্মুরাট নিয়াজোভের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
হু চিনথাও তাঁর থাকার হোটেলে রোহ মু হিউনের সঙ্গে সাক্ষাত্ করেছেন । দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ-জড়িত আন্তর্জাতিক আর আঞ্চলিক সমস্যা , বিশেষ করে কোরিয়া উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন । হু চিনথাও জোর দিয়ে বলেছেন , চীন পক্ষ মনে করে যে , সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবেকোরিয়া উপ-দ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান করা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । রোহ মু হিউন বলেছেন, দক্ষিণ কোরিয়া আশা করে ,কোরিয়া উপ-দ্বীপের শান্তি ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় চীন পক্ষ অব্যাহতভাবে ইতিবাচক ভুমিকা পালন করবে ।
নিয়াজোভের সঙ্গে সাক্ষাত্কালে হু চিনথাও বলেছেন, তুর্কমেনিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে চীন সরকার গুরুত্ব দেয় এবং তুর্কমেনিস্তানকে মধ্য এশিয়া অঞ্চলে চীনের একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার বলে গণ্য করে । নিয়াজোভ বলেছেন, তাইওয়ান সমস্যায় চীন সরকারের মতাধিষ্ঠানকে তুর্কমেনিস্তান দৃঢ়ভাবে সমর্থন করে ।
|