v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-09 11:55:27    
সংখ্যালঘুজাতি এলাকার স্বশাসন এই সব আঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ত্বরান্বিত

cri

    সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় চীনের সংখ্যালঘু এলাকার স্বশাসন শীর্ষক একটি স্বেতপত্র প্রকাশ করেছে । স্বেতপত্রটিতে গত পঞ্চাশাধিত বছর ধরে চীনের সংখ্যালঘুজাতি এলাকাগুলোতে স্বশাসন প্রবর্তনের অভিজ্ঞতা ও সাফল্য সার্বিকভাবে পর্যালোচনা আর বর্ননা করা হয়েছে । কিছু সংখ্যালঘুজাতির সুধি ব্যক্তি সংবাদদাতাকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন , চীনের সংখ্যালঘুজাতির এলাকাগুলোতে স্বশাসনের বাস্তবায়নে বলিষ্ঠভাবে বিভিন্ন সংখ্যালঘুজাতি এলাকার অর্থনৈতিক গঠনকাজ আর শিক্ষা , সংস্কৃতি প্রভৃতি ব্রতের উন্নয়ন ত্বরান্বিত করা হয়েছে ।

    চীনদেশ বহু জাতি নিয়ে গঠিত । সমগ্র দেশের ১৩০ কোটি জনসংখ্যাক মধ্যে হান জাতির জনসংখ্যা মোট জনসংখ্যার ৯১ শতাংশ । হান জাতি ছাড়া চীনে আরো ৫৫টি জাতি আছে । তাদের জনসংখ্যা শুধু মোট জনসংখ্যার ৯ শতাংশ ।সুতরাং এই ৫৫টি জাতি সংখ্যালঘুজাতি বলে অভিহিত করা হয় । গত শতাব্দির পঞ্চাশের দশক থেকে চীন স্বশাসনের পদ্ধতিতে সংখ্যালঘুজাতির কাজ পরিচালনা করে আসছে ।

    চীনের ৩৪টি প্রদেশ পর্যায়ের প্রশাসনিক এলাকার মধ্যে পাঁচটি হলো সংখ্যালঘুজাতির স্বশাসন এলাকা । এই ৫টি স্বায়ত্ত শাসিত অঞ্চল ছাড়া অন্যান্য প্রদেশ পর্যায়ের প্রশাসনিক এলাকাগুলোতেও বহু স্বায়ত্ত শাসিত বিভাগ ও জেলা প্রতিষ্ঠিত হয়েছে । বিভিন্ন সংখ্যালঘুজাতির অধিবাসীরা যার যার অধ্যুষিত এলাকায় পুরোপুরি স্বশাসন উপভোগ করেন। বর্তমানে চীনে যে সব স্বায়ত্ত শাসিত অঞ্চল আছে , সে সব অঞ্চলের আয়তন দেশের ভুভাগের মোট আয়তনের অর্ধেকেরও বেশী ।

    সংবিধান আর সংখ্যালঘুজাতি এলাকার স্বশাসন আইন প্রভৃতি আইন অনুসারে বিভিন্ন স্বায়ত্ত শাসিত অঞ্চলের সর্বোচ্চ প্রশাসককে স্থানীয় প্রধান জাতির লোকদের দ্বারা নির্বাচিত হতে হয়। অন্যান্য পর্যায়ের ক্ষমতা সংস্থা , যেমন আইন প্রনয়ন , গণ নিরাপত্তা , অভিশংসক বিভাগের প্রধান প্রধান দায়িত্বশীল ব্যক্তিও সংখ্যালঘুজাতির ব্যক্তিদের দ্বারাই নিয়োগ প্রাপ্ত।

    পাই চাও তিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চলের আইন প্রনয়নকারী সংস্থা-গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য । তিনি বলেছেন , স্বায়ত্ত শাসিত অঞ্চলগুলোতে স্বজাতি আর স্ব-অঞ্চলের অভ্যন্তরীণ ব্যাপার স্বতন্ত্রভাবে পরিচালনা করা এবং স্বতন্ত্রভাবে অর্থনীতির নির্মানকাজ ব্যবস্থা , পরিচালনা আর উন্নয়ন করা ছাড়াও স্বজাতি ও স্থানীয় বৈশিষ্ট্য অনুযায়ী স্থানীয় বৈশিষ্ট্যের সংগে সংগতিপূর্ণ স্থানীয় স্বশাসন নিয়মবিধি প্রনয়ন করা যায় ।

    তিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চলের প্রথম গণ কংগ্রেসের পর স্বায়ত্ত শাসিত অঞ্চলের গণ কংগ্রেস আর তার স্ট্যান্ডিং কমিটি পর পর ২৩৭টি আঞ্চলিক আইনবিধি আর আইনবিধিমূলক সিদ্ধান্ত ও প্রস্তাব প্রনয়ন করেছে ।

    এই সব আঞ্চলিক আইনবিধি স্বায়ত্ত শাসিত অঞ্চলের অর্থনীতি , রাজনীতি , সমাজ, সংস্কৃতি প্রভৃতি ব্রতের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আইনগত নিশ্চয়তা যুগিয়েছে ।

    মিঃ পাই চাও বলেছেন , তিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চলের প্রনীত বিবাহ আইনের সংশোধিত নিয়মবিধিতে যেমন স্থানীয় সংখ্যালঘুজাতির বিয়ের বয়স শিথিল করা হয়েছে , তেমনি এক স্ত্রী বহু স্বামী , এক স্বামী বহু স্ত্রী প্রভৃতি প্রথা অব্যাহত রয়েছে। তা ছাড়া স্বায়ত্ত শাসিত অঞ্চলে তিব্বতী ভাষার অধ্যয়ন ও ব্যবহার , পরিবেশ সুরক্ষা , পুরাকীর্তি সংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রের নিয়মবিধিও প্রনয়ন করা হয়েছে । ফলে স্বায়ত্ত শাসিত অঞ্চলের অর্থনীতি, সমাজ ও পরিবেশের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা হয়েছে ।

    চীনের বেশীর ভাগ সংখ্যালঘুজাতি সীমান্ত অঞ্চলে বাস করে । তাদের অর্থনীতি অপেক্ষাকৃত অনুন্নত । বহু বছর ধরে কেন্দ্রীয় সরকার আর্থিক, কর আদায় , ব্যাংকিং , ভুভাগীয় সম্পদের সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে স্বায়ত্ত শাসিত অঞ্চলের প্রতি সহায়তামূলক ব্যবস্থাও প্রনয়ন করেছে । বর্তমানে কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুজাতির উন্নয়ন খাতে এক ট্রিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ করেছে ।

    লুং ইউয়ান উয়ে চীনের সমাজ বিজ্ঞান একাডেমির একজন জুয়ান জাতির পন্ডিত । তিনি দীর্ঘকাল ধরে সংখ্যালঘুজাতি এলাকার অর্থনীতি বিষয়ক অধ্যয়নের কাজে নিয়োজিত রয়েছে। জরীপ আর গবেষনার কাজের প্রয়োজনে তিনি বহু সংখ্যালঘুজাতি এলাকায় গিয়েছেন । সম্প্রতি তিনি তার নিজের জন্মস্থল , জুয়ান জাতির অধ্যুষিত কুয়াংশির পাই সি অঞ্চলে গিয়েছিলেন । তিনি গত বিশাধিক বছরে পেইচিংয়ে চাকরি করেছেন । এবার জন্মস্থলে গিয়ে তিনি খুব মুগ্ধ হয়েছেন । তিনি বলেছেন , গত এই বিশাধিক বছরে সংখ্যালঘুজাতি এলাকার আমূল পরিবর্তন হয়েছে ।

    কুয়াংশি স্বায়ত্ত শাসিত অঞ্চলের পাই সি এলাকা একটি গরীব এলাকা ছিল । এখন এই অঞ্চলের কৃষি উত্পাদন প্রযুক্তি আর পরিমাপের দিক থেকে অনেক উন্নত হয়েছে । হাজার হাজার হেক্টর জমিতে টমেটো , আম, ইক্ষু আর শাক-সবজি চাষ করা হয় ।

    মিঃ লুং বলেছেন , ইতিহাসে সংখ্যালঘুজাতি এলাকা অর্থনীতির দিক থেকে অনুন্নত ছিল । কোনো কোনো জাতি এমন কি প্রত্যক্ষভাবে অতি প্রাচীন সমাজ থেকে সমাজতান্ত্রীক সমাজে রুপান্তরিত হয়েছে । এখন বহু সংখ্যালঘুজাতি এলাকায় গ্রামে গ্রামে সড়ক নির্মিত হয়েছে আর টেলিফোনের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে । পাহাড়ী অঞ্চলে বেতার আর টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচারিত হবার পর জনগনের জীবনযাত্রার বিপুল পরিবর্তন হয়েছে ।

    সংখ্যালঘুজাতি এলাকার জনগনের জীবনযাত্রার মান উন্নত হবার সংগে সংগে চীন সরকার এই সব এলাকায় শিক্ষা খাতে অর্থ বরাদ্দ বাড়িয়ে দিয়েছে । যেমন ন'বছর মেয়াদী বাধ্যতামূলক শিক্ষা জনপ্রিয় করার জন্য দেশ সংখ্যালঘুজাতি এলাকার ছাত্রদের শিক্ষার ফি আর লেখাপড়ার জন্য ব্যবহার্য সামগ্রীর ফি মওকুফ করেছে । উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আর মাধ্যমিক পেশাগত বিদ্যালয়ে ভর্তির জন্য সংখ্যালঘুজাতির পরীক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেয়া হয় । মিঃ ইয়াং চিয়াং লিন , পেইচিংয়ের একটি সংখ্যালঘুজাতি বিশ্ববিদ্যালয়ের ইউন নান প্রদেশের তুলুং জাতির একজন স্নাতক । তিনি এখন পেইচিংয়ে চাকরি করছেন। তিনি বলেছেন , এখন তুলুং জাতির বেশীর ভাগ লোক ন'বছর বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করেছেন । এ পর্যন্ত প্রায় এক শো ছাত্রছাত্রী অনারস্ ডিগ্রি আর ব্যাচেললর্স ডিগ্রি পেয়েছেন । এখন ইউন নান প্রদেশের রাজধানী খুওমিং সহ বিভিন্ন স্থানে তুলুং জাতির উর্ধতন পর্যায়ের যোগ্য কর্মী আছেন ।