তাইওয়ান প্রণালীর দু পারের সম্পর্ক বিষয়ক সমিতির সভাপতি ওয়াং দাও হান ৮ মে শাং হাইয়ে ছিং মিন পার্টির চেয়ারম্যান সোং ছু ইউ-এর নেতৃত্বাধীন এই পার্টির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেছেন।
ওয়াং দাও হান ছিন মিন পার্টির একচীন নীতি ও " ৯২ সালের মতৈক্যে" অবিচল থাকা এবং স্বাধীন তাইওয়ানবাদের বিরোধীতাকে স্বীকৃতি দিয়েছেন এবং প্রতিনিধি দলের সফরের সাফল্য কামণা করে আগাম শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, দু তীরের সংলাপ ও আলোচনা পুনরুদ্ধারের সমস্যায় আমাদের অধিষ্ঠান এবং দৃষ্টিভংগী বরাবরই স্পষ্ট। মূল-ভূভাগ ও তাইওয়ান চীনের অচিচ্ছেদ্য ভূ-ভাগ।১৯৯২ সালে দুই অধিবেশনে যার যার মৌখিক-ভাবে তাইওয়ান প্রণালীর দু পার একচীন নীতিতে অবিচল থাকার প্রশ্নে একমত হয়েছে। এটি হচ্ছে দুই অধিবেশন সংলাপ ও আলোচনার ভিত্তি।একচীন নীতি মুখী তাইওয়ানের যে কোনো ব্যক্তি বা পার্টির চালানো প্রচেষ্টাকে আমরা স্বাগত জানিয়েছি।
সোং ছু ইউ বলেছেন, বহু বছর ধরে ওয়াং দাও হান দু পারের শান্তি, দু পারের সম্পর্কের উন্নয়নের জন্য সর্বাধিক প্রচেষ্টা চালিয়েছেন। তার জন্যে তাইওয়ানের স্বদেশবাসীরা তাকে ধন্যবাদ জানিয়েছেন।
|