ছিন মিন পার্টির চেয়ারম্যান সোং ছু ইউর নেতৃত্বে উক্ত পার্টির প্রতিনিধি দল ৮ তারিখ বিকালে শাংহাই ত্যাগ করে হু নান প্রদেশের ছাং শা শহরে গিয়েছেন।
শাংহাই সফরকালে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পুলিট ব্যুরোর স্ট্যাডিং কমিটির সদস্য, শাংহাই শহর কমিটির সম্পাদক ছেন লিয়াং ইউ , তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ক বিষয়ক সমিতির পরিচালক ওয়াং তাও হান আলাদা আলাদাভাবে সোং ছু ইউ ও তাঁর প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
৮ তারিখ দুপুরে তিনি তাইওয়ানের দু'শো ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাত্ করে মূল ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, ছিন মিন পার্টি তাইওয়ান- স্বাধীনতা প্রয়াসের বিরোধীতা দৃঢ়ভাবে সমর্থন করে। তাইওয়ানের স্বাধীনতা প্রয়াস শুধু যুদ্ধ এবং দুর্ভাগ্য ডেকে আনবে। দু'পারের আর্থ-বাণিজ্যিক সমস্যায় তিনি বলেছেন, দু'পারের আর্থ-বাণিজ্যিক আদানপ্রদান আর সহযোগিতা মূলভূভাগ ও তাইওয়ানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আশা করেন, দু'পারের জনগণ মিলিত প্রচেষ্টা চালিয়ে চীনাদের সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে।
|