রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার ইয়াকোভেন্কো ৮ মে বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে "দৃঢ় ও স্বচ্ছ" অংশীদারী সম্পর্ক অব্যাহতভাবে উন্নয়ন করতে ইচ্ছুক।
মার্কিন প্রেসিডেন্ট বুশ মেস্কোয় দেশ-রক্ষা যুদ্ধ জয়ের ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে অংশ নেয়ার সময়ে ইন্টার-ফ্যাক্সকে স্বাক্ষাত্কার দেয়ার সময়ে এই কথা বলেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ট অংশীদারী সম্পর্ক স্থাপন করা অতীত ও বর্তমানেও রাশিয়ার পররাষ্ট্র নীতির অগ্রগণ্য বিষয়।
ইয়াকোভেন্কো বলেছেন, ৯ মে সকালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বুশ বৈঠক করবেন। দু'পক্ষ রুশ-মার্কিন অংশীদারী সম্পর্ক জোরদার করা, আরো নিরাপদ ও সমৃদ্ধিশালী পৃথিবী গঠনে ব্যাপক আন্তর্জাতিক সহযোগিতা চালানো ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করবে।
|