নাত্সী জার্মানির বাধানো আগ্রাসী যুদ্ধ রাশিয়া ও অন্যান্য দেশের জনগণের ক্ষতি করেছে বলে তাদের কাছে ক্ষমা চেয়ে জার্মানির চ্যান্সেলার শ্রোয়েদার ৭ মে রাশিয়ার পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করেছেন ।
রাশিয়ার "কোমসোমোল প্রাভ্দা" পত্রিকায় প্রকাশিত এই প্রবন্ধে শ্রোয়েদার লিখেছেন , জার্মানদের হাতে আর জার্মানদের নামে রাশিয়া ও অন্যান্য দেশের জনগণের ক্ষতি সাধনের জন্য জার্মানি ক্ষমাপ্রার্থী।
শ্রোয়েদার বলেছেন , রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যে তাঁকে রাশিয়ার প্রতিরক্ষা যুদ্ধ-জয়ের হীরক জয়ন্তী উপলক্ষ্যে ৯ মে মস্কোয় অনুষ্ঠিতব্য উদযাপনী তত্পরতায় উপস্থিতির আমন্ত্রণ জানিয়েছেন তাকে তিনি তাঁর বিরাট গৌরব আর জার্মান জনগণের প্রতি আস্থার নিদর্শন বলে গণ্য করেন । তিনি এই উদযাপনী তত্পরতায় উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন । এটা হবে যুদ্ধের পর জার্মানির কোনো চ্যান্সেলারের প্রথম এরকম উদযাপনী তত্পরতায় উপস্থিতি ।
|