৮ মে বিশ্ব রেডক্রস দিবস । চীনের রেডক্রস সোসাইটি সূত্রে জানা গেছে , সাম্প্রতিক বছরগুলোতে চীন স্বাস্থ্যহানি মোকাবেলার জ্ঞান জনপ্রিয় করে তোলার মাত্রা বাড়িয়েছে । এপর্যন্ত চীনে এক কোটি রেডক্রস উদ্ধারকারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে ।
পরিকল্পনা অনুসারে ২০০৯ সালে চীন স্থানীয় মোট জনসংখ্যার এক শতাংশের বেশীকে প্রশিক্ষণ দেয়ার জোর প্রচেষ্টা চালাবে ।
ঐ দিন পেইচিংয়ের কিছু কিছু এলাকায় অকুস্থলে পট্টি বাঁধা , জরুরী উদ্ধার , অগ্নিকান্ডস্থলে উদ্ধার মহড়া চালানো ইত্যাদি তত্পরতা চালিয়ে বিশ্ব রেডক্রস দিবস উদযাপন করা হয়েছে ।
স্বাস্থ্যহানি মোকাবেলার জ্ঞান জনপ্রিয় করে তোলা হচ্ছে রেডক্রস সংস্থার একটি দায়িত্ব । এই কাজ চালিয়ে দুর্যোগকালে কিংবা জনসাধারণের কোনো আকস্মিক স্বাস্থ্যহানি ঘটার সময়ে অকুস্থলেই সময়মত উদ্ধার করা যায় ।
|