চীনের চুমোলাংমা শৃঙ্গ পর্যবেক্ষণ-সংশ্লিষ্ট বৈজ্ঞানিকরা সম্প্রতি চুমোলাংমা শৃঙ্গের সমুদ্র-সমতল থেকে ৬৫২০ মিটার উঁচু জায়গায় সাফল্যের সঙ্গে একটি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছেন । এটি হচ্ছে সমুদ্র-সমতল থেকে উচ্চতম স্থানে অবস্থিত স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ।
জানা গেছে , দশ লক্ষ ইউয়ানেরও বেশী মূল্যের এই দ্বি-তল স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র প্রতি দশ মিনিটে একবার করে বায়ুর তাপমাত্রা , আর্দ্রতা , বাতাসের দিক , বাতাসের গতি ইত্যাদি তথ্য পেতে পারে ।
সংশ্লিষ্ট বৈজ্ঞানিকরা বলেছেন , চুমোলাংমা শৃঙ্গের সমুদ্রের সমতল থেকে ৬৫০০ মিটার উঁচু জায়গার উপর মানবজাতির তত্পরতার প্রভাব খুবই অল্প বলে এই জায়গার অবস্থা পৃথিবীর পরিবেশের আদিম অবস্থারই মতো । তাই এই জায়গায় স্থাপিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বেশ সঠিকভাবে গোটা পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন প্রতিফলিত করতে পারে এবং পৃথিবীর আবহাওয়া-কর্মীদের মূল্যবান আবহাওয়া তথ্য দিতে পারে ।
জানা গেছে , এই আবহাওয়া কেন্দ্র চিরকাল এই জায়গায় থাকবে এবং প্রতি তিন বছরে একবার করে তার সাজসরঞ্জামবদলানো হবে ।
|