৭তারিখে লেবানন সংসদ প্রেসিডেন্ট লাহুদের নির্বাচন-আইন সংশোধন করার প্রস্তাব নিয়ে আলোচনা করেছে , কিন্তু সংসদে বিষয়টির উপর ভোট নেয়া হয়নি বলে ২৯ তারিখে শুরু হওয়া লেবানন সংসদ নির্বাচন অনির্বাচন কারণে ২০০০ সালের নির্বাচন-আইন অনুযায়ী অনুষ্ঠিতহতে হবে ।
লেবাননের বিরোধীদলগুলো বিভিন্ন জেলাকে নির্বাচনী অঞ্চল হিসেবে গ্রহন করার মতাধিষ্ঠানে অটল থাকে বলে এই ফলাফলে বিরোধী দলগুলো অসন্তোষ প্রকাশ করে । সংসদ নির্বাচন আইন সংশোধন করতে অস্বীকার করে বলে লাহুদ পরিতাপ প্রকাশ করেছেন ।
২০০০ সালের নির্বাচন আইন আনুযায়ী সংসদ নির্বাচন প্রদেশ হিসেবে বড় নির্বাচন অঞ্চল আর জেলা হিসেবে ক্ষুদ্র নির্বাচনীঅঞ্চলসহ দু ধরনের নির্বাচনীঅঞ্চলেঅনুষ্ঠিত হবে ।
প্রেসিডেন্ট লাহুদের ৫ তারিখে স্বাক্ষরিত প্রেসিডেন্ট-নির্দেশ অনুযায়ী লেবাননের সংসদ নির্বাচন ২৯শে মে থেকে ১৯শে জুন পর্যন্ত চার পর্যায়ে অনুষ্ঠিত হবে । ৪ তারিখে সংসদে পাঠানো চিঠিতে লাহুদ নির্বাচন আইন সংশোধন করার অনুরোধ জানিয়েছিলেন ।
|