বিশ্বের ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয় লাভের ৬০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ইউরোপের কিছু কিছু দেশ দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সমাপ্তি স্মরণ করে কর্মসূচী পালন করেছে।
৭ই মে ফ্রান্সের উত্তরাঞ্চলের তৃতীয় পোতাশ্রয় দুনকারকে ৫ হাজারেরও বেশী লোক বৃষ্টিতে রাস্তায় হেঁটে ইতিহাসের পদচিহ্ন অনুসন্ধান নামে মিছিল আয়োজন করেছেন।
পোল্যান্ডের প্রেসিডেন্ট-সহ রাজনৈতিক মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ৭ মে যথাক্রমে পোল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর রোখলাভে অবস্থিত প্রাক্তন সোভিয়েট সৈন্যদের গণ-সমাধি ও পোলিশ সৈন্যদের গণ-সমাধিতে পুষ্প স্তবক প্রদান করেছেন এবং শোক অনুষ্ঠান আয়োজন করেছেন।
চেক প্রজাতন্ত্রের মধ্যাংশের শহর পিলসেন মুক্তির ৬০ তম বার্ষিকী পালনের জন্য এই শহর ৫ই মে থেকে ৪ দিনব্যাপী স্মরণ তত্পরতা আয়োজন করেছে। চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং চেক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম থেকে আসা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পুরানো সৈন্যরা এবং কয়েক লক্ষ স্থানীয় নাগরিক ৬ই মে পিলসেনে অনুষ্ঠিত উদযাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
|