কিয়োটো শহরে ৭ম এশিয়া - ইউরোপ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে উপস্থিত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি জাও শিং ৬ আর ৭ তারিখে আলাদা আলাদাভাবে কাম্পুচিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, লোক্সেমবার্গসহ বিশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চীন ও সে সব দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু বিকাশের ইতিবাচক মূল্যায়ন করেছেন। তাঁরা মনে করেন, উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আদানপ্রদান বজায় রাখা , বিভিন্ন ক্ষেত্রের আদানপ্রদান আর সহযোগিতা বাড়ানো, আন্তর্জাতিক এবং আঞ্চলিক ব্যাপারাদিতে পরামর্শ ও সমন্বয় জোরদার করা উচিত। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একচীননীতি সমর্থন করার কথা আরেক বার ঘোষণা করেছেন। লি জাও শিং তার প্রশংসা করেছেন।
চীন ও মালয়েশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রী মতভেদ এক পাশে রেখে , মিলিত উন্নয়ন এবং দক্ষিণ চীন সাগরাঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার প্রশ্নে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন। চীন ও দক্ষিণ কোরিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, ছ'পক্ষীয় বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব শুরু হবে এবং সংলাপের মাধ্যমে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান করবে।
|