চীনের উপ-প্রধানমন্ত্রী হুয়াং চুই ৮ মে পেইচিংয়ে বলেছেন, জাপানী আগ্রমন-বিরোধী যুদ্ধে চীনা জনগণের বিজয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে, চীন ও জাপানের উচিত, ভালোভাবে ঐতিহাসিক সমস্যা ও থাইওয়ান সমস্যা ইত্যাদি গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবেলা করে চীন-জাপান সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা।
জাপানের প্রধামন্ত্রীর উপদেষ্টা ইয়ামাসাকি তাকু-র সঙ্গে বৈঠককালে বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্প্রতি জাপানের প্রধামন্ত্রী জুনিচিরো কৈজুমির সঙ্গে সাক্ষাত্কালে চীন-জাপান সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের পাচঁটি মতামত উত্থাপন করেছেন। এই পাচঁটি মতামত হলো চীন-জাপান সম্পর্ক উন্নয়নের নীতি ও প্রধান লক্ষ্য, তাতে জাপানের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নের আন্তরিকতা দেখা যায়।
ইয়ামাসাকি তাকু বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে নিকটবর্তী দেশগুলোর সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখলেই কেবল জাপানের টিকে থাকা, উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব। তাই জাপান এশিয়ার বিভিন্ন দেশ বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের উপর গুরুত্ব দেয়। তিনি বলেছেন, জাপান পক্ষ অব্যাহতভাবে তিনটি সমঝোতা স্মারকের মর্ম অনুসরণ করবে, এক-চীন-নীতি পালন করবে এবং ভালভাবে ঐতিহাসিক সমস্যা মোকাবেলা করে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে।
|