প্রায় ২০০০ জন ডাচ নাগরিক ৭ মে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টার্ডামে মার্কিন প্রেসিডেন্ট বুশের নেদারল্যান্ডস সফরের প্রতিবাদে মিছিল করেছেন।
মিছিলে যোগদানকারীরা একইদিন আমস্টার্ডামের যাদুঘরের কাছাকাছি সমাবেশিত হয়ে " বুশকে ঠেকাও", " যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধের বিরোধীতা করি" ইত্যাদি শ্লোগান তুলে বুশের সফরের প্রতিবাদ করেছেন।
একইদিন নেদারল্যান্ডসের দক্ষিণ-পূর্ব শহর মাস্ট্রিক্টে বুশের সফর-বিরোধী মিছিল বের হয়েছে।
জানা গেছে, বুশ ৭ মে রাতে মাস্ট্রিক্টে পৌঁছে নেদারল্যান্ডসে২ দিনব্যাপী সফর করেছেন। ৮ মে প্রথম বুশ মাস্ট্রিক্টের কাছাকাছি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের গণ-সমাধিতে গিয়ে সেখানে আয়োজিত স্মারক তত্পরতায় অংশ নিয়েছেন। পরে তিনি নেদারল্যান্ডস ত্যাগ করে রাশিয়া সফর শুরু করেছেন।
|