রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের আমন্ত্রণে রাশিয়া সফরের উদ্দেশ্যে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৮ তারিখে পেইচিং ত্যাগ করেছেন। তিনি মস্কোয় অনুষ্ঠিতব্য রাশিয়ার ৬০তম বিজয় বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
হু চিন থাও বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আর আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে প্রেসিডেন্ট পুটিনের আয়োজিতব্য ভোজসভায় উপস্থিত থাকবেন। তিনি চীনের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধ এবং দেশের প্রতিরক্ষা যুদ্ধে অংশ নেয়া কিছু রুশ সৈন্য আর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করে মূল ভাষণ দেবেন। হু চিন থাও রাশিয়া, ফ্রান্স,দক্ষিণ কোরিয়া, রোমানিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
রাশিয়ার প্রতিরক্ষা যুদ্ধ বিজয়ের হীরক জয়ন্তী উপলক্ষে ৯ তারিখে মস্কোয় উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উদযাপনী অনুষ্ঠান হবে বিশ্বের ফ্যাসীবাদ- বিরোধী যুদ্ধে বিজয়ের ৬০তম বার্ষিকী উদযাপনী তত্পরতার একটি অংশ।
|