দুদিন ব্রাপীএশিয়া ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ৭মে জাপানের কিয়টো শহরে সমাপ্ত হয়েছে । সম্মেলনে প্রকাশিত চেয়ারম্যানের বিবৃতিতে চ্যালেঞ্জের মোকাবেলার জন্য বহুপাক্ষিক সহযোগিতা ও জাতি সংঘের ভূমিকা জোরদার করার কথা উল্লেখ করা হয়েছে । সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আশা করেন , এই সম্মেলনের মাধ্যমে এশিয়া ও ইউরোপের অংশিদারি সম্পর্ক আরও জোরদার হবে । তারা জাতি সংঘের সংস্কারকে সমর্থন জানিয়েছেন ।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং সম্মেলনে ভাষণ দেয়ার সময় এশিয়া ও ইউরোপের মধ্যে সহযোগিতা বাড়ানোর তিনটি প্রস্তাব পেশ করেছেন । এই তিনটি প্রস্তাব হলো, শীর্ষ সম্মেলনে নির্ধারিত লক্ষ্য ও নীতি কার্যকরি করে বাস্তব পদক্ষেপ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে দুটি মহাদেশের সহযোগিতার বাস্তব অগ্রগতি তরান্বিত করা । সংলাপ ও সহযোগিতার গুনমান উন্নত করার ব্যবস্থা নেয়া আর আন্তর্জাতিক ক্ষেত্রে এশিয়া ও ইউরোপ সম্মেলনের প্রভাব বিস্তারের প্রয়াস চালানো ।
|