৭ দিন ব্যাপী ৪৮তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ৬ মে রাতে শাংহাইয়ে সমাপ্ত হয়েছে। শেষ দিনের প্রতিযোগিতায় চীন দল নারী দ্বৈত প্রতিযোগিতায় এবং পুরুষ একক প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছে। এর মাধ্যমে চীন দল চলতি প্রতিযোগিতার সকল দফায় স্বর্ণপদক অর্জন করলো।
নারী দ্বৈত প্র্রতিযোগিতায় এথেন্স ওলিম্পিক গেমসের শীরোপা-অর্জনকারী ওয়াং নান আর জান ই নিং নিউ জিয়ান ফেং আর কুও ইয়ের বিরুদ্ধে জয় লাভ করেছেন। পুরুষ একক প্রতিযোগিতায় ওয়াং লি ছিন তাঁর বিপরীতে মা লিনের বিরুদ্ধে জয় লাভ করেছেন। এর আগে ,চীন দল পুরুষ দ্বৈত প্রতিযোগিতায়, নারী একক প্রতিযোগিতায় এবং মিশ্র দ্বৈত প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছে। চীনা দলের খেলোয়াড় জাং ই নিং নারী এককে এবং নারী দ্বৈত প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন। এর ফলে তাকে চলতি বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।
চলতি বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা গত ৩০ এপ্রিল শাংহাইয়ে শুরু হয়েছিলো। এবারকার প্রতিযোগিতায়১৪৫টি দেশ এবং অঞ্চলের ১৫০০জন খেলোয়াড় আর প্রশিক্ষক অংশ নিয়েছেন। এটি বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার ইতিহাসে এক মহা সম্মিলনী। ৪৮তম বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার দলগত ইভেন্ট ২০০৬ সালে জার্মানের ব্রেমেনে অনুষ্ঠিত হবে।
|