৭মে প্রকাশিত চীনের পিপলস ডেলীর খবরে বলা হয়েছে , চীনের ইউরোপ বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন , চীন ও ই-ইউয়ের পরস্পরের স্বার্থ ও চিন্তাভাবনা জেনে নেওয়া উচিত ।সাহস ও বিজ্ঞতার সাহায্যে দু পক্ষের দ্বন্দ্ব আর মতপার্থক্য দূর করতে হবে । দ্বিপাক্ষিক সহযোগিতায় দুপক্ষের প্রাধান্য কাজে লাগালে উভয় পক্ষের উপকার হবে ।
সম্প্রতি চীন-ইউরোপ সম্পর্কের উপর একটি সেমিনারে তাঁরা এই মত প্রকাশ করছেন ।
তাঁরা বলেছেন , চীন ও ই-ইউয়ের উন্নয়ন ভিন্ন পর্যায়ে রয়েছে । দু পক্ষের খনিজ সম্পদ, পরিবেশ এবং শ্রেষ্ঠতা ও দুর্বলতাও আলাদা । দু পক্ষের একে অপরের বাস্তব অবস্থা জানা উচিত ।
তাঁরা আরো বলেছেন, চীন - ইউরোপ সম্পর্কের ভিত্তি মজবুত , দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যতও উজ্জ্বল । ব্যাপক আদান প্রদানের মাধ্যমে দু পক্ষের সমঝোতা আরো গভীর করার ব্যবস্থা নিতে হবে ।
|