৬ মে সাধারণ নির্বাচনে জয় লাভের পর বৃটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নতুন মন্ত্রীসভা গঠনের কথা ঘোষনা করেছেন ।
নতুন মন্ত্রীসভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী , পররাষ্ট্রমন্ত্রী , অর্থমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বহাল থাকবেন । নিম্নকক্ষ হাউস অফ কমন্সের নেতা পিটার হাইন উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী হবেন । সাবের প্রতিরক্ষামন্ত্রী গেওফ হোন হাইনের পদ গ্রহণ করবেন । সাবেক স্বাস্থ্যমন্ত্রী জোন রেইড প্রতিরক্ষামন্ত্রী হবেন , সাবেক বানিজ্য ও শিল্পমন্ত্রী পেট্রিসিয়া হেউইট নতুন স্বাস্থ্যমন্ত্রী হবেন । গত বছর পদত্যাগ করা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কর্মসংস্থান ও পেনসন মন্ত্রী হবেন ।
নতুন মন্ত্রীসভায় একজন নতুন মন্ত্রী যোগ দেবেন । এই মন্ত্রী হবেন উত্পাদন শক্তি, শক্তি ও শিল্পমন্ত্রী । সাবেক কর্মসংস্থান ও পেনসন মন্ত্রী এলান জোসন এই নতুন মন্ত্রনালয় পরিচালনা করবেন ।
বিশ্লেষকদের মতে , নতুন মন্ত্রীসভায় প্রধান প্রধান মন্ত্রীর পদের পরিবর্তন হয়নি বলে ব্রেয়ারের নতুন সরকারের নীতিমালার তেমন কোনও পরিবর্তন হবে না । ব্লেয়ার বলেছেন অর্থনীতির প্রসার , শিক্ষা ও স্বাস্থ্য রক্ষা ক্ষেত্রে সমস্যা সমাধান হবে নতুন মন্ত্রীসভার প্রধান কর্তব্য ।
|