৫ মে সুডানের প্রথম ভাইস প্রেসিডেন্ট টাহা সুডানের পশ্চিমাংশের ডারফুর অঞ্চলের সরকার-বিরোধী সশস্ত্র শক্তির উদ্দেশ্যে সরকারের সঙ্গে আবার শান্তি-আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।
উত্তর ডারফুর অঞ্চলে অনুষ্ঠিত উপ জাতির সঙ্গে সমঝোতা আর সংহতি জোরদার করার একটি সম্মেলনে টাহা এই আহ্বান জানিয়েছেন।সুডানের উপ জাতির প্রধান, সুডান সরকারের কর্মকর্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং আফ্রিকা ইউনিয়ানের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।সম্মেলনে টাহা ডারফুর সরকার-বিরোধী সশস্ত্র শক্তির উদ্দেশ্যে " অতীত পরিত্যাগ করে ভবিষ্যতের দিকে তাকিয়ে দেওয়ার" আহ্বান জানিয়েছেন । তিনি জোর দিয়ে বলেছেন, সমীচীন থাকা এবং সংলাপ করা কেবল দুর্যোগ থেকে রেহাই পাওয়া যায়।তিনি আরও বলেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা আর স্থিতিশীলতার জন্য সুডান সরকার সশস্ত্র শক্তির সঙ্গে আবার শান্তি-আলোচনা শুরু করাকে অত্যন্ত গুরুত্ব দেয়।
উল্লেখ্য, ডারফুর অঞ্চলের সংঘর্ষ ২০০৩ সালের ফেব্রয়ারী মাসে শুরু হয়। সংঘর্ষে লক্ষ লক্ষ লোক প্রাণ হারিয়েছে এবং ২০ লক্ষ লোক গৃহহারা হয়েছে।
|