v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-06 20:42:36    
আই চিং এবং তাঁর গান

cri
    বন্ধুরা,আপনারা যে গানটি শুনছেন, তার নাম হচ্ছে( আমার ১৯৯৭ সাল) এটা হচ্ছে চীনের গায়িকা আই চিংয়ের ১৯৯২ সালে প্রকাশিত ( আমার ১৯৯৭ সালে) নামক সংগীত সংকলনের একটি প্রধান গান । আজকের অনুষ্ঠানে আমি আই চিং নামক গায়িকা এবং তাঁর গান আপনাদের সংগে পরিচিত করবো।

    গানের কথা হলো: ১৯৯৭ সাল তাড়াতাড়ি আসবে,

    তার সংগে হংকংয়ে যেতে পারবো।

    আই চিংয়ের গানের কথায় কোনো দুর্বোধ্যতা নেই। তিনি প্রতিবেশীসুলভ মেয়ের মতো নিজের আনন্দ এবং দুঃখ গানের মাধ্যমে বর্ণনা করেন। এই গান আই চিংয়ের আপন প্রিয়জনের বিরহ এবং নতুন জীবনের প্রত্যাশা বর্ণনা করেছে , তা ছাড়াও, সেই যুগের যুবক-যুবতীদের ভবিষ্যতের আন্তরিক প্রত্যাশা বর্ণনা করেছে।

    আই চিং একটি সাধারণ পরিবারে জন্ম গ্রহণ করেছেন। ছোট বেলা থেকে তিনি গান গাইতে খুবই পছন্দ করেন। ১৭ বছর বয়সে তিনি একটি গিটার নিয়ে জন্মস্থানে স্বজনদের একে একে বিদায় দিয়ে পেইচিংয়ে আসেন। এই সময়পর্ব আই চিংয়ের প্রত্যেকগানের কথা একটি কবিতার মতো। গানের সংগীত সহজ। শুনতে আরাম লাগে। ( ছিন্নমূল আবাবিল ) নামক একটি গান হচ্ছে সেই সময়ে আই চিংয়ের প্রতিনিধিত্বকারী রচনা। গানের কথা হলো: একটি আবাবিল আকাশে যাযাবরের মতো উড়ছে,

    সে নিজের জন্মস্থানে ফেরার পথ হারিয়ে ফেলেছে।

    জানি না কারা তার গান শুনেছে ,

    জানি না কারা আবাবিলের মনের কথা জিজ্ঞাসা করেছে,

    জানি না কারা তার চলার পথ লক্ষ্য করেছে ।

    চীনে দিনে দিনে আরো বেশী লোক আই চিংকে পছন্দ করেন। কিন্তু সেই সময়ে আই চিং জাপানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাপানে আই চিং নিজের নতুন রচনা ( চাঁদের সন্ধানে) প্রকাশ করেছেন। এখন আপনারা আই চিংয়ের ( চাঁদের সন্ধানে) নামক গান শুনছেন। গানের কথা হলো:

    মেঘ আকাশে ঘুরে বেড়ায় উদাসীন,

    ফুলগুলো মিষ্টি গন্ধ ছড়িয়েছে সূর্যের পরে।

    আমি খুঁজে ফিরি তারে , খুঁজে ফিরি সতেজ হাওয়া।

    তারপর আই চিং বৃটেন এবং যুক্তরাষ্ট্র গিয়েছেন। ২০০৩ সালে আই চিং ( স্বপ্ন কি না) নামক নতুন রচনা নিয়ে চীনে ফিরে এসেছেন।

    সেই সময়ে আই চিংয়ের সংগীত স্টাইল আরো বৈচিত্রময়। উদাহরণ হিসেবে বলা যায় ( তুমি আমার দেবদূত ) নামক একটি গান । এই গান আই চিং পরিবেশ রক্ষা বিষয় নিয়ে একটি গান লিখেছেন। গান রচনার আগে তিনি একটি ছোট গল্প লিখেছেন। ডানাযুক্ত প্যানডা তার জীবনের পরিবেশের দিন দিন অবনতি হচ্ছে বলে সে উড়ে গিয়ে একটি সবুজ শান্তির স্থানে চলে এসেছে।

    ( স্বপ্ন কি না ) নামক এই গানে আপনারা আই চিংয়ের লোকসংগীতের স্টাইল খুঁজে বের করতে পারেন। গানের কথা হচ্ছে:

    সুপরিচত ঋতুতে সুপরিচিত সংগীত আমার কানে ভেসে এসেছে,

    সুপরিচিত শহর এবং সুপরিচিত রাস্তা, হঠাত আমি চলার দিক হারিয়ে ফেলেছি ।

    আবহাওয়া খুবই ঠান্ডা, সেই গান আমাদের।

    জানি না এটা কি স্বপ্ন?

    যেমন কখনো ঘটেনি ।